Recent Post: (Spoken & Written English, Job English, Proverbs, Idioms, Phrasal Verbs, লিডারশীপ)

Log Book Format for Tools Controlling

 01.  Title: Log Book for Tools Controlling SI. No. Date Item Name Receiving Quantity Received By Hand over by Return Date Hand over By Received By Remarks                                                                                                                                    

Present Indefinite Tense কি বা কাকে বলে? গঠন বা Structure ও চেনার উপায় কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।

  • What is Present Indefinite Tense?
  • প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কাকে বলে?
  • Present Indefinite Tense এর সংজ্ঞা কি?
  • Present Indifinite Tense কখন ব্যবহৃত হয়? 


বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে Verb-এর Present Indefinite Tense হয় চিরন্তনসত্যনিত্যসত্যঅভ্যাস, প্রকৃতিগত বোঝাতেও Present Indefinite Tense ব্যবহৃত হয়। 

  • Present Indefinite Tense এর গঠন।
  • Present Indefinite Tense এর উদাহরণ।
  • Present Indefinite Tense চেনা যায় কিভাবে?
  • Present Indefinite Tense  Structure with Examples.


বাক্যে সাধারণত always, regularly, every day, daily, normally, generally, usually, occasionally, sometimes, often, rarely, frequently, nowadays, naturally, seldom, hardly, scarcely, constantly, never, every a week, every year, once a year, on a week, at times, now and then, or all the time শব্দের উল্লেখ থাকে      

Structure:  Subject + V1 + Object.

এখন নিচের সবগুলো নিয়ম পড়ুন। সবগুলোই Present Indefinite Tense এর উদাহরণ। নিয়ম গুলো বুঝে বুঝে শিখতে পারলে ইংরেজীতে দূর্বলতা সহজেই কাটিয়ে উঠতে পারবেন ইনশাআল্লাহ।

  • Am, is, are এর ব্যবহার।
  • কোথায় am, is, are ব্যবহার হয়?
  • কখন am, is, are ব্যবহার হয়?
  • Am, is, are use in Bengali

তিনটি জায়গায় am, is, are ব্যবহৃত হয় যথাঃ

01. Subject নিজেই যখন কোন কিছু হয়
যেমনঃ ছাত্র, শিক্ষক, নেতা, কর্মী, কর্মকর্তা, কর্মচারি, গৃহিনী ইত্যাদি

I am a student - আমি একজন ছাত্র
He is a teacher - তিনি একজন শিক্ষক
You are a player - তুমি একজন খেলোয়াড়
They are activists - তাহারা কর্মী


02. Subject নিজেই যখন কোন জায়গায় থাকে

যেমনঃ এখানে, সেখানে, ঘরে, বাইরে, রাস্তায়, ঘাটে, স্কুলে, কক্ষে, বাডিতে ইত্যাদি যেমনঃ


I am here - আমি এখানে

He is there - সে সেখানে

Who is outside - কে বাইরে?

All are in the room - সবাই কক্ষটিতে

Who is on the road? - কে রাস্তায়? / রাস্তায় কে?

Who are on the road - কে কে রাস্তায়?

Everybody is inside - প্রত্যেকেই ভিতরে


03. Subject নিজে যখন কোন অবস্থায় থাকে এখানে অবস্থা বলতে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক অবস্থাকে নির্দেশ করে। যেমনঃ ক্লান্ত, হতাশ, সুখী, দুঃখী, অসুখী, সচ্ছল, অসচ্ছল, ধনী, গরীব, চালাক, বোকা ইত্যাদি


He is tired - তিনি ক্লান্ত

I am optimistic - আমি আশাবাদী
They are happy - তারা সুখী
He is a fool/foolish - তিনি বোকা
He is frustrated - তিনি হতাশ
Whose father is able? - কার বাবা সক্ষম?

আরও কিছু উদাহরণ দেওয়া হলোঃ

ভোর হয়েছে - It is morning / Dawn.
তার দেরি হয়েছে - He is late.
চাঁদ উঠেছে - The moon is up.
পরীক্ষা শেষ হয়েছে 
-The examination is over.

তুমি কি চোর? -
 Are you a thief?
তিনি কি একজন ডাক্তার
- Is he a doctor?
করিম কি অলস নয়
- Is not Karim lazy?
তুমি কি বোকা নও
Are you not foolish?
দিন শেষ হয়েছে 
- The day is over.


কোথায় am / is / are ব্যবহৃত হয় না:


01. Subject নিজে যখন কোন কাজ করে তখন am/is/are হবে না তখন যে কাজ করে সেই কাজের মূল verb বসবে যেমনঃ go, play, come, sing, do, dance etc.


He comes - সে আসে
He doesn’t come - সে আসে না
The man steals - লোকটি চুরি করে
The man doesn’t steal
-লোকটি চুরি করে না
Who doesn’t do? - কে করে না ?
Who don’t do? - কে কে করে না ?

Note: Subject third person singular number হলে verb এর সাথে s/es যোগ হয়


get up at 7.00 am 

আমি সকাল ৭টায় উঠি।

I get out from my residence

-আমি বাড়ি থেকে বাহির হই

freshen myself - আমি ফ্রেশ হই

I wipe my hands & face 

-আমি আমার হাত মুখ মুছি
I make ablution - আমি অজু করি

I take / have a bath / shower 

-আমি গোসল করি

I get into the bus / rickshaw

-আমি গাড়িতে/রিক্সায় উঠি

I offer my johar prayer 

- আমি জোহরের নামাজ পড়ি

I resume my work 

-আমি পুনরায় (আমার) কাজ শুরু করি

I take / have some snacks and tea 

-আমি চা নাস্তা খাই

I take / have my dinner / supper

-আমি রাতের খাবার খাই

I perform prayer - আমি নামাজ পড়ি

I take rest for some time 
-আমি কিছুক্ষণের জন্য বিশ্রাম নেই
take / have my lunch at 2 O'Clock 
- আমি দুটায় দুপুরের খাবার খাই

I hang out with my friends 
- আমি আমার বন্ধুদের সাথে আড্ডা দেই / ঘুরাফেরা করি
I go to sleep at 11 O’clock sharp 
- আমি রাতে ঠিক ১১ টায় ঘুমোতে যাই
I get down from the bus / rickshaw 
- আমি বাস/ রিকশা থেকে নামি
I buy my essential commodities from the market -আমি বাজার থেকে কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করি
I get ready for university/college/office 
-আমি ইউনিভারসিটি/কলেজ/অফিসের জন্য রেডী হই

ময় এসেছে - The time has come.
আর ঘুমিয়ো না - Do not sleep anymore.
ঠিক ঠিক উত্তর দাও - Answer to the point.
তুমি কি চা পান করো? - Do you drink tea?
সে কি দিনে ঘুমায় না?
-Does he not sleep by day?
তিনি দিনে ঘুমান না 
- He does not sleep by day.

সে কি ভাত খায়? - Does he eat rice?
রাম কি চা পান করে না
- Does not Ram drink tea?
পাখিরা কি আকাশে ওড়ে? 
- Do the birds fly in the sky?
বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না
-No one can live without air.
তারা সাঁতার কাটতে জানে না
-They do not know how to swim.

  • Have and has examples.
  • Have ও has এর ব্যবহার।
  • Uses of have and has.
  • Examples of have and has.
  • কোথায় Have / Has ব্যবহৃত হয়?

Have / has এর ব্যবহার :

01. যখন Subject এর Possession বা অধিকারে কোন কিছু থাকে বুঝায় তখন Subject এর পর Have / has বসে
অধিকার বুঝার উপায় হল Subject এর সাথে অধিকারেরযুক্ত থাকে যেমনঃ

I have a book - আমার একটি বই আছে
Have I a book? 
আমার কি একটি বই আছে?

You have a nice mind
-তোমার একটি সুন্দর মন আছে
Have you a bird?
- তোমার কি একটি পাখি আছে?
Has the cow horn? 
-গরুর কি শিং আছে?
Have they a house? 
- তাদের কি একটি বাড়ি আছে?
Has Lily enough money?
-লিলির কি পর্যাপ্ত টাকা আছে?

Have you a watch? 
- তোমার কি একটা ঘড়ি আছে?
They have plenty of money
-তাদের প্রচুর টাকা আছে
Has Mitu a doll? 
- মিতুর কি একটি পুতুল আছে?

Note: Subject third-person singular হলে subject এর পর has বসে

Sentence গুলো negative হলে হবে :

I don’t have a book / I haven’t a book
- আমার একটি বই নেই। / আমার বই নেই
I don’t have a house / I haven’t a house
- আমার একটি বাড়ি নেই
I don’t have time for this / I have no time for this - এটার জন্য আমার সময় নেই
You don’t have cloth / You have no cloth - তোমার বস্ত্র নেই
The table does not have any legs / The table has no legs - টেবিলটির পায়া নেই

আমার সময় নেই
- I have no time / I don’t have time.
আপনার কি সন্তান আছে?
- Do you have a child?
তার কি সন্তান আছে?
- Does she have a child?

তার কি কোন সন্তান নেই

- Does she have no child?

তার কি কোন সন্তান নেই

- Has she no child?


তোমাদের কোনো অভাব নেই 

- You have no want.

তার বাবার কাজ নেই 

- His father has no work.

রিমুর কি জামা নেই

- Has Rimu no frock?

তোমার কি একজন বন্ধু আছে

- Have you a friend?

তাহাদের কি কোনো শত্রু নেই?

- Have they no enemy?


Read More: Present Continuous Tense কাকে বলে? গঠন বা Structure ও চেনার উপায় কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।


প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স

Comments

  1. Good post..aro topics chi
    Thanks

    ReplyDelete
  2. Really! This topics are amazing for beginner.

    ReplyDelete
  3. am, is, are এর ব্যবহার। তিনটি জায়গায় am / is / are ব্যবহৃত হয়।

    ReplyDelete
  4. Uses of Have, has. (Have, has এর ব্যবহার)।

    কোথায় Have, Has ব্যবহৃত হয়?

    ReplyDelete
  5. Uses of Present Indefinite Tense (Present Indefinite Tense এর ব্যবহার):Present Indefinite Tense কি বা কাকে বলে? Present Indefinite Tense এর উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।

    ReplyDelete

Post a Comment

All Post :

Show more

Popular Post: (Spoken, All Grammar Rules, Official E-mail, Letter, Essay, Fire Safety, Translation)

Titanic মুভির কথোপকোথন / Conversation of Titanic Movie / Titanic Movie Subtitle in English to Bangla.

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (01)

Spoken and Written English Sentences Rules - (04)

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (12)

100+ Examples of Present Perfect Continuous Tense / Present Perfect Continuous Tense 100+ Examples / Examples of Present Perfect Continuous Tense /Zero to hero in Present Perfect Continuous Tense /

0২). ইংরেজীতে কিভাবে কথা বলা ও লেখা শেখা যায়? / কিভাবে Writing English এ উন্নতি করা যায়? / How can I improve in spoken and writing English?

300+ Spoken & Written English Rules (02)

The Notebook মুভির কথোপকোথন / Conversation of The Notebook Movie / The Notebook Movie Subtitle in English to Bangla.

কিভাবে সহজে ইংরেজী বাক্য অনুবাদ করা যায়? / ইংরেজি বাক্য অনুবাদ করার সহজ নিয়ম। / সূত্র বা ফর্মুলা দিয়ে ইংরেজি বাক্য তৈরি।

Popular Posts (Last 30 days) :

Titanic মুভির কথোপকোথন / Conversation of Titanic Movie / Titanic Movie Subtitle in English to Bangla.

300+ Spoken & Written English Rules (02)

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (01)

The Notebook মুভির কথোপকোথন / Conversation of The Notebook Movie / The Notebook Movie Subtitle in English to Bangla.

Spoken English এ কথা বলার জন্য প্রতিদিন ব্যবহৃত ১৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

ঘরে বসে ইংরেজি শেখার ফুল কোর্স (Part-01).........ঘরে বসে Spoken English Course (Part-01)........Ghore Boshe Spoken English (Part-01)........ A Practice Spoken English Book (Part-01)......... A Book for Proper Way to Learn Spoken English (Book-01)

What sort of দিয়ে বাক্য গঠন। / What kind of দিয়ে বাক্য গঠন। / What sort of = কি ধরনের। / What kind of = কি ধরনের।

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules -(08)

Spoken & Written English Rules