#. 10 Sources of Success (সাফল্যের ১০টি সূত্র):
01. Survive your dream - নিজের স্বপ্নকে বেঁচে নাও।
02. Goal of being rejected - প্রতাখ্যান হওয়াও জীবনের লক্ষ্য।
03. Learn to work in group work - দলগত ভাবে কাজ শেখো।
04. Get peoples trust - মানুষের বিশ্বাস অর্জন কর।
05. Do not follow the competitor - প্রতিযোগীকে অনুসরণ করবে না।
06. Not the best, the right people to find - সেরা নয়, সঠিক মানুষ খোঁজা।
07. Learn to ask questions yourself - নিজেকে প্রশ্ন করতে শেখো ।
08. Try to solve the problem - সমস্যার সমাধান বের করার চেষ্টা কর।
09. Learn from the mistake of others - অন্যের ভুল থেকে শেখো।
10. Always learn something or something - সব সময় কিছু না কিছু শেখো।
#. There are some MOTIVATIONAL quotes given below ( নিচে কিছু মোটিভেশনাল উদ্ধৃতি দেওয়া হলো :
০১. ছেঁড়া শার্টের কারণে এন্ড্রু কার্নেগিকে পার্কে ঢুকতে দেওয়া হয়নি। সেই বস্তির ছেলে একদিন অন্যতম ধনী ব্যক্তি হওয়ার পর পুরো পার্কটি ক্রয় করেন এবং সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলেন,
''আজ থেকে পার্ক সবার জন্য উন্মুক্ত''।
০২. আজ গলা ধাক্কা খেয়েছেন কোন ব্যাপার না, একদিন সেই গলায় ফুল দেওয়ার জন্য সেই লোকগুলোই লাইন ধরে দাঁড়িয়ে থাকবে।
০৩. আজ আপনার অবস্থা ভালো না বলে কেউ আপনাকে অবজ্ঞা করছে ব্যাপার না, এসব পিছুগল্পের দিকে তাকিয়ে থাকলে আপনি চিরকাল অপমান, লাথি, গুঁতা, বাঁশ, ইত্যাদি খেয়েই যাবেন।
০৪. কে কী করছে, কী ভাবছে-সেসব বাদ দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে গেলেই কেবল একদিন আপনি উদাহরণ কিংবা দৃষ্টান্ত হতে পারবেন।
০৫. জীবনে ছোট খাট বিষয় নিয়ে পড়ে থাকার কোন মানে হয়না। বেঁচে থাকার জন্য অনেক কিছু করতে হয়, মেনে নিতে হয়।
০৬. সময় যখন পক্ষে থাকে না তখন অনেক কিছু সহ্য করেও মুখ বুজে কাজ করে যেতে হয়।
০৭. একটু বেঁচে থাকার জন্য জগতের অনেক বিখ্যাত ব্যক্তিরা যুগে যুগে নজরুলের মতো চায়ের দোকানে কাজ করে জীবন বাঁচিয়েছেন।
০৮. মানুষকে সম্মান করতে শিখুন।
Comments
Post a Comment