Recent Post: (Spoken & Written English, Job English, Proverbs, Idioms, Phrasal Verbs, লিডারশীপ)
ম্যাচুউরিটি অর্জনের ৭টি গুন। / ২১ টি উপদেশমূলক কথা।
- Get link
- X
- Other Apps
ম্যাচুউরিটি অর্জনের ৭টি গুন:
০১. অহেতুক তর্কে লিপ্ত না হওয়া:
“You can’t argue with stupidity” – Jermaine Jackson
একজন ইম্যাচুউর মানুষ তার সাথে তর্ক করতেই থাকবে, এবং একজন ম্যাচুউর মানুষ তাকে এড়ায় গিয়ে বলবে, “হ্যা ভাই, আমার জানার ভুল থাকতে পারে, বোধ হয় আপনিই ঠিক।”
০২. কৃতজ্ঞতা প্রকাশ:
“Feeling gratitude and not expressing it is like wrapping a present
and not giving it” – William
Arthur Ward
০৩. ক্ষমা করা:
“The weak can never forgive. Forgiveness is the attribute of the strong” – Mahatma Gandhi
০৪. অন্যের জন্য চিন্তা করা:
০৫. পরিবর্তনকে মেনে নেয়া:
“Intelligence is the ability to adapt to change” – Stephen Hawking
০৬. দায়িত্বশীল হওয়া:
“The price of greatness is responsibility” – Winston Churchill
০৭. গুরুত্ব দেওয়া:
“I have found that if you love life, life will love you back.” – Arthur Rubinstein
২১ টি উপদেশমূলক কথা:
১. হাসাতে না পারলে, কাঁদাবে না। আনন্দ দিতে না পারলে, কষ্ট দিবে না। ভালবাসতে না পারলে, ঘৃণা করবে না। আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না?
২. কখনো মানুষের বিশ্বাস নিয়ে খেলা করো না। তাহলে একদিন দেখবে, নিজেকে বিশ্বাস করানোর মত এই পৃথিবীতে কাউকেই পাশে খুঁজে পাবে না।
৩. মুখে মুখে সবাই আপন, মনে মনে নয়, কে আপন কে পর কাজে পরিচয়, মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়, ভালবাসি বলা সহজ, ভালবাসা নয়!!
৪. জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ ২ বছর, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হয় সেটা শিখতে লেগে যায় সারাটি জীবন।
৫. পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদটির নাম হচ্ছে সুখ। যার ক্রেতা সবাই কিন্তু বিক্রেতা শুধু একজন—আল্লাহ..!!
৬. সুখী হতে অনেক কিছুর দরকার নেই। দরকার এমন কিছু মানুষের যারা সত্যিই আপনাকে বোঝে!!
৭. এটা খুব কষ্টের যখন বিশেষ কেউ আপনাকে অবহেলা করতে থাকে আর এর চেয়েও কষ্টের হচ্ছে যখন আপনার অভিনয় করতে হয়, যে আপনি এতে কিছুই মনে করছেন না!
৮. যদি ঘুম থেকে উঠার ক্ষেত্রে বনের পাখি আপনাকে হারিয়ে দেয়..তবে সেখানেই আপনার ব্যর্থতা।~হযরত আবু বকর (রাঃ)
৯. তুমি দেখতে সুন্দর বলে, অন্যকে ঘৃণা করোনা। কারণ, তুমি যার হাতে সৃষ্টি, সে তার হাতেই সৃষ্টি। কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করোনা।।
১০. শক্তিশালী সেই ব্যক্তি নয় যে খুব কুস্তি লড়তে পারে। বরং শক্তিশালী হচ্ছে হচ্ছে ঐ ব্যক্তি, যিনি ক্রোধের সময় নিজেকে সংযত রাখতে পারে।–বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)
১১. তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোঁখে জল আসে, তবে মনে রেখো, তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না!
১২. নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন। হযরত সুলাইমান (আঃ)
১৩. ভবিষ্যতে সবকিছু অনিশ্চিত হলেও, নিজের মৃত্যু নিশ্চিত আর ধ্বংস তার জন্য যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না…..তাই প্রতিদিন ভালো হওয়ার চেষ্টা করবে।
১৪. এমন জীবন তুমি করিবে গঠন, মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন……….
১৫. অতীত তোমাকে কষ্ট দিবে, ভবিষ্যত তোমাকে আশা দেখাবে আর বর্তমান সব সময়ই তোমার সাথে থাকবে। তাই সবসময় বর্তমান নিয়েই ভাবো। (হুমায়ূন আহমেদ)
১৬. যদি আপনি জীবনে বার বার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দোষী ভাববেন না। কষ্ট পাবেন না। শুধু মনে রাখবেন, ‘যে গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি বার পাথর ছুড়ে মারা হয়।
১৭. মনের মানুষের কাছে বেশি আবেগ প্রকাশ করতে যেওনা। কেননা, সে তোমার এই দুর্বলতার সুযোগ নিয়ে কষ্ট দিতে পারে।
১৮. যদি ভাল পেন্সিল হতে না পারো, কারো সুখের গল্প লিখার জন্যে..তাহলে ভাল রাবার হও, যেনো কারো দুঃখ মুছে দিতে পারো…!!
১৯. জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর করবেন না, কারণ্ অন্ধকারে আপনার ছায়াও আপনাকে ছেড়ে চলে যায়।
২০. পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়েঁ ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন স্বার্থকতা নেই.
২১. পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিৎ। একজন হলো-যে তোমাকে জন্ম দিয়েছে আর একজন হলো-যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।
- Get link
- X
- Other Apps
All Post :
All Post :
- "TIME & DAY" Related Words/Phrases2
- 01 থেকে 100 Job Translation1
- 100 Common Verbs in English1
- 100+ Examples of Have/Has1
- 100+ Examples of Simple Present Tense / 100+ Examples of Present Continuous Tense / 100+ Examples of Present Perfect Tense / 100+ Examples of Present Perfect Continuous Tense1
- 100+ Examples Tenses8
- 25 Common Characteristics To Become Successful Entrepreneurs1
- 300+ Spoken & Written English Rules17
- A few ও The few এর অর্থ ও ব্যবহার।1
- A little ও The little এর অর্থ ও ব্যবহার।1
- All Tenses8
- Atlas Copco Air Compressor1
- Business English _ Vocabulary with Sentences1
- Business English - Vocabulary2
- Confusing Words In English1
- Daily Star Editorial Sentences Into Bangla1
- Doctors & Medical Professionals Vocabulary1
- English Grammar (ইংরেজি ব্যাকরণ)3
- English মুভির কথোপকোথন।2
- Essay/Composition Writing/ইংরেজি রচনা8
- Few1
- Form of Verbs1
- General Translation4
- General Vocabulary2
- Importance of learning English (ইংরেজী শেখার গুরুত্ব)1
- Important Phrases1
- Industrial Power Generator1
- Industrial Fire & Safety (ইন্ডাষ্ট্রিয়াল ফায়ার এবং সেফটি)6
- Job Correct Spelling1
- Job MCQ Question and Answer4
- Job Paragraph1
- Job Proverbs1
- Job Synonyms1
- Job Terminology Word2
- Job Translation3
- Job Vocabulary2
- Learning English From Movies1
- Letters Writing3
- Little1
- Motivation Letter for Study Abroad2
- Official Documents Format (চাকুরীজীবীদের জন্য)1
- Official E-mail Writing-019
- Online Queries1
- Phrasal Verb1
- Phrases and Idioms2
- Presentation In English (ইংরেজিতে উপস্থাপনায় ব্যবহৃত কিছু বাক্যাংশ)।1
- Proverbs1
- Single Word Sentences (একক শব্দ দিয়ে বাক্য)3
- Spoken English Conversation1
- Spoken English Course - 013
- Spoken English Course - 0211
- Spoken English Course (Practical)2
- Spoken English Sentences1
- Spoken English with 100 Common Verbs + 05 Structure = 500 Sentences1
- Spoken English এ কথা বলার জন্য ৫০০ টি প্রশ্ন ও উত্তর।1
- Story Telling (B2E & E2B)2
- Strengths-Weaknees/Happy-Unhappy1
- Success & Motivation5
- Tips for Improving in English4
- To + V1 = এর অর্থ ও V1 + ing = এর অর্থ।1
- TV-Series Conversations2
- UTILITY Related1
- Vocabulary with Bangla Meaning & Sentences1
- Writing English Course - 011
- অনুবাদ-চর্চা2
- বিভিন্ন চাকরির পরিক্ষায় আসা MCQ প্রশ্ন ও উত্তর1
- লীডারশীপ3
Comments
Post a Comment