Recent Post: (Spoken & Written English, Job English, Proverbs, Idioms, Phrasal Verbs, লিডারশীপ)

Log Book Format for Tools Controlling

 01.  Title: Log Book for Tools Controlling SI. No. Date Item Name Receiving Quantity Received By Hand over by Return Date Hand over By Received By Remarks                                                                                                                                    

দৈনন্দিন জীবনে কথোপকথনে বহুল ব্যবহৃত 160 টি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। / 160 Important English Sentences widely used in everyday life.

নিচে দেওয়া খুব কমন ইংলিশ এক্সপ্রেশন সমূহ নিয়মিত Practice করলে আপনার Fluency অনেক বেড়ে যাবে Undoubtedly : 

1. A quick temper - সহজে রাগ করার স্বভাব।

2. Absolutely - একদম।

3. After that - তারপর।

4. Afterwords - তারপর।

5. All right - ঠিক আছে।

6. All seems yellow to the jaundiced eye - চক্ষু মন্দ তো জগৎ মন্দ।

7. And so on - এবং এরুপ আরো অনেক।

8. Anything important? - গুরুত্বপূর্ণ কিছু?

9. Anything serious? - সাংঘাতিক কিছু কী?

10. Are you coming? - তুমি কি আসছ?

11. Are you getting me? - আমার কথা কি বুঝতে পারছো?

12. Are you sure? - আপনি কি নিশ্চিত।

13. As a matter of fact - বলতে গেলে।

14. As I was saying - যা বলছিলাম।

15. As long as - যতদিন।

16. As you like it - আপনি যা বলবেন।

17. At the very sight of him my heart went pit-a-pat - তাকে দেখেই আমার বুক ধুকধুক করে উঠল।

18. Be calm / Be quite / Keep quite - একটু শান্ত হও।

19. Be careful - সাবধান।

20. Be off now - এখন বিদায় হও।

21. Be over there - ওখানেই থাক।

22. Be sincere about your son - তোমার ছেলের ব্যপারে যত্নবান হও।

23. Besides / moreover - অধিকন্তু, তাছাড়াও।

24. Beware! - সাবধান!

25. Birds of a feather, flock together - চোরে-চোরে মাসতুতো ভাই।

26. Bullshit! - ছাইপাঁশ! / যত্তোসব!

27. But one thing before that - কিন্তু তার আগে একটা কথা।

28. By the grace of Allah - আল্লাহর রহমতে।

29. By the way - ও ভালো কথা।

30. Can we sit over there? - আমরা কি ওখানে বসতে পারি?

31. Can you guess what I'm going to tell you now? - ভাবতে পারো এখন আমি তোমাকে কি বলবো?

32. Can you help me? - তুমি কি আমাকে সাহায্য করতে পার?

33. Certainly not - অবশ্যই না।

34. Come and see! - আস এবং দেখ।

35. Come on! - একটু বুঝতে চেষ্টা কর !

36. Come on - কাউকে জোড়ালো ভাবে অনুপ্রেরনা দেওয়ার জন্য।

37. Confine in me - আমাকে বিশ্বাস করো।

38. Convey my words to him - আমার কথাটা তাকে বলো।

39. Cool down - ঠাণ্ডা হও (বিশেষ করে রাগের সময় ব্যবহার করা হয়)।

40. Damn it ! - জাহান্নামে যাক !

41. Do not put me in shame - আমাকে লজ্জা দিও না।

42. Do you have any business with me? -  আমার সাথে আপনার কি কোন কাজ আছে?

43. Do you have change? - তোমার কাছে কি খুচরা আছে?

44. Do you know what this says? - তুমি কি জান এটা কি বোঝায়?

45. Do you know where there's a store that sells towels? - তুমি কি জান তোয়ালে বিক্রির দোকান কোথায়?

46. Do you like it? - তুমি কি এটা পছন্দ কর?

47. Do you like your boss? - তুমি তোমার বসকে পছন্দ কর?

48. Do you need anything else? - তোমার আর কিছু লাগবে?

49. Do you play any sports? - তুমি কি কোন খেলাধুলা কর?

50. Do you want to come? - তুমি কি আসতে চাও?

51. Don’t forget - ভুলে যেওনা।

52. Don’t worry - দুশিন্তা করবে না।

53. Don't be anywhere - কোথাও যাবেন না ।

54. Don't be childish - ছেলেমানুষি করো না।

55. Don't be silly! - বোকামি করো না !

56. Don't be so fusshy - এত সন্দেহ করো না।

57. Don't be too limited - খুব সামান্য জানলে চলবে না ।

58. Don't rub - ঘষা দিও না।

59. Don't gap, stop your gapping - বকবক করো না, তোমার বকবকানি বন্ধ কর

60. Don't get mad! - পাগলামি করো না !

61. Don't say a word - একটা কথাও বলবে না।

62. Don't say your medical complaints to a lawyer - এমন কাউকে কিছুু বলবেন না যে তা বুঝে না ।

63. Don't talk nonsense - কী বাজে বকছিস /বাজে বকবক করোনা।

64. Don't talk nonsense - বাজে কথা বলো না ।

65. Don't worry - ও কিছু না, দুশ্চিন্তা করো না ।

66. Drop the matter - বাদ দাও / ও কথা ছেড়ে দাও ।

67. Enjoy the last minute - শেষ সময়টুকু কাজে লাগান ।

68. Erase this line, don't tarnish the image - এই লাইনটি মুছে ফেল, ভাবমূর্তি ক্ষুন্ন কর না।

69. Even though - এমনকি যদিও।

70. Every ass likes to hear himself bray - আপন কন্ঠস্বর সকলেরই মিষ্টি লাগে।

71. Everything lost - সব গেলো।

72. Exactly! - ঠিক তাই!

73. Excuse me! - কারো দৃষ্টি আকর্ষণ করতে চাইলে।

74. Excuse me - কিছু মনে করবেন না।

75. What time it is? - সময় কত?

76. Fed up / Worried - মন খারাপ / দুশ্চিন্তাগ্রস্ত।

77. Finally/ in fine/ in conclusion - সবশেষে।

78. First of all - প্রথমেই।

79. For better or worse - ভাল মন্দ যাই হোক।

80. For god sake I didn't do it - খোদার কসম আমি কাজটি করি নাই।

81. For your kind information - খুবই গুরুত্বপূর্ণ কথা।

82. Forget it! - ভুলে যাও সব !

83. From a reliable source - বিশ্বস্ত সূত্রে।

84. Get a good phone for me - আমার জন্য একটা ভালো ফোন কিনো।

85. Get down to work - দেরি না করে কাজে যাও।

86. Get down to work - দেরি না করে কাজ শুরু কর।

87. Give me a fixed date - আমাকে নির্ধারিত তারিখ দাও।

88. Give me a hand - আমাকে একটু সাহায্য করো।

89. Give me some perfect solution - আমাকে সঠিক কিছু সমাধান দাও।

90. Give up the matter - বিষয়টি বাদ দাওতো।

91. Give up unnecessary works - অপ্রয়োজনীয় কাজ বাদ দাও।

92. Go on / Keep on / Carry on - চালিয়ে যাও ।

93. Go to the devil! - গোল্লায় যাক!

94. Guess what I got for you? - কি এনেছি বলতো?

95. Hang it! - চুলোয় যাক!

96. Hang on a minute - এক মিনিট চুপ থাক ।

97. Have a little patience - আর একটু ধৈর্য ধর।

98. Have every reason to - যথেষ্ট কারণ আছে।

99. Have every right to - যথেষ্ট অধিকার আছে।

100. Have it your way - তোমার যেভাবে ইচ্ছা সেভাবে কর।

101. Speak something - কিছু বলো।

102. Let me try - আমাকে চেষ্টা করতে দাও।

103. Don't shout - চিৎকার করো না।

104. It's your turn - এবার তোমার পালা।

105. Walk fast - তাড়াতাড়ি হাঁটো।

106. Wash your hand - হাত ধুয়ে নাও।

107. Take bath - গোসল করে নাও.

108. Don't do that work - ওই কাজটা করো না।

109. I get late - আমার দেরি হয়ে গেলো।

110. Do something - কিছু করো

111. Don't hide - লুকিও না

112. I understand all - আমি সব বুঝি।

113. So what - তো কি হয়েছে/তাতে কি।

114. See you again - আবার দেখা হবে।

115. What a shame - কি লজ্জার কথা।

116. Keep it there - ওখানে রেখে দাও।

117. It's my mistake /its my bad - এটা আমার ভুল।

118. I have doubt - আমার সন্দেহ আছে।

119. What's the problem - কি সমস্যা।

120. Surely you know - তুমি নিশ্চয়ই জানো।

121. Raise your hand - হাত তোলো।

121. Hey, just listen - এইযে,শুনুন

122. How long - কতক্ষণ

123. Not at all - কখনোই না।

124. It's enough - অনেক হয়েছে।

125. Get ready - তৈরি হয়ে নাও।

126. Go down - নিচে যাও।

127. I just come - আমি আসছি।

128. As you like - তোমার যেমন ইচ্ছে

129. Don't misunderstand me - আমাকে ভুল বুঝবেন না।

130. It's fine - এটা ঠিক আছে। 


আনন্দ প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত কিছু শব্দঃ

131. Cheers - দারুন। 

132. Great - অসাধারণ। 

133. Super - অসাধারণ। 

134. Welldone - সাবাস।

135. Awesome - অসাধারণ। 

136. I'm so happy - আমি খুব খুশি

137. Thanks a lot - অনেক ধন্যবাদ

138. That is awesome - কি দারুন। 

139. That's good - ওটা / সেটা ভালো

140. I' m delighted - আমি আনন্দিত।

141. It' s wonderful - এটা অসাধারণ। 

142. Lots of thanks - অনেক ধন্যবাদ।

143. Marvelous - অবিশ্বাস্য, বিস্ময়কর। 

144. What a pleasant! - কি আনন্দদায়ক! 

145. Oh, how marvelous! - ওহ, কি দারুন!

146. I' m so excited - আমি খুবই উত্তেজিত। 

147. What great news! - কি চমৎকার খবর!

148. Unprecedented - অভূতপূর্ব, অসাধারণ। 

149. What fantastic news! - কি দারুন খবর!

150. I' m really grateful - আমি সত্যিই কৃতজ্ঞ। 

151. I'm really pleased - আমি সত্যিই আনন্দিত

152. What wonderful news! - কি অসাধারণ খবর!

153. It's really delightful - এটা সত্যিই আনন্দের।

154. It's my pleasure - এটা আমার জন্য আনন্দের

155. It's really great pleasure - এটা সত্যিই অনেক আনন্দের

156. I can' t say how pleased I am - আমি বলতে পারছিনা আমি কতটা আনন্দিত।

157. You really made me happy - তুমি সত্যিই আমাকে খুশি করেছো।

158. It’s not my fault - এটা আমার ভুল নয়।

159. What do you mean by it? - এটা দ্বারা তুমি কি বুঝাতে চাচ্ছ?

160. How come you made a great mistake - কি কারণে তুমি এত বড় ভুল করলে।


Read More: There is nobody who এর ব্যবহার। / There was nobody who এর ব্যবহার।



Comments

All Post :

Show more

Popular Post: (Spoken, All Grammar Rules, Official E-mail, Letter, Essay, Fire Safety, Translation)

Titanic মুভির কথোপকোথন / Conversation of Titanic Movie / Titanic Movie Subtitle in English to Bangla.

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (01)

Present Indefinite Tense কি বা কাকে বলে? গঠন বা Structure ও চেনার উপায় কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।

Spoken and Written English Sentences Rules - (04)

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (12)

100+ Examples of Present Perfect Continuous Tense / Present Perfect Continuous Tense 100+ Examples / Examples of Present Perfect Continuous Tense /Zero to hero in Present Perfect Continuous Tense /

0২). ইংরেজীতে কিভাবে কথা বলা ও লেখা শেখা যায়? / কিভাবে Writing English এ উন্নতি করা যায়? / How can I improve in spoken and writing English?

300+ Spoken & Written English Rules (02)

The Notebook মুভির কথোপকোথন / Conversation of The Notebook Movie / The Notebook Movie Subtitle in English to Bangla.

কিভাবে সহজে ইংরেজী বাক্য অনুবাদ করা যায়? / ইংরেজি বাক্য অনুবাদ করার সহজ নিয়ম। / সূত্র বা ফর্মুলা দিয়ে ইংরেজি বাক্য তৈরি।

Popular Posts (Last 30 days) :

Titanic মুভির কথোপকোথন / Conversation of Titanic Movie / Titanic Movie Subtitle in English to Bangla.

300+ Spoken & Written English Rules (02)

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (01)

The Notebook মুভির কথোপকোথন / Conversation of The Notebook Movie / The Notebook Movie Subtitle in English to Bangla.

Spoken English এ কথা বলার জন্য প্রতিদিন ব্যবহৃত ১৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

ঘরে বসে ইংরেজি শেখার ফুল কোর্স (Part-01).........ঘরে বসে Spoken English Course (Part-01)........Ghore Boshe Spoken English (Part-01)........ A Practice Spoken English Book (Part-01)......... A Book for Proper Way to Learn Spoken English (Book-01)

Present Indefinite Tense কি বা কাকে বলে? গঠন বা Structure ও চেনার উপায় কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।

What sort of দিয়ে বাক্য গঠন। / What kind of দিয়ে বাক্য গঠন। / What sort of = কি ধরনের। / What kind of = কি ধরনের।

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules -(08)

Spoken & Written English Rules