Recent Post: (Spoken & Written English, Job English, Proverbs, Idioms, Phrasal Verbs, লিডারশীপ)

Log Book Format for Tools Controlling

 01.  Title: Log Book for Tools Controlling SI. No. Date Item Name Receiving Quantity Received By Hand over by Return Date Hand over By Received By Remarks                                                                                           ...

Rules শিখে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে।

পূর্বের পৃষ্ঠায় যেতে ক্লিক করুন।

Structure: It is time + to + v1 +       ext.
 
-   এখনই সময় বিদায় বলার।
-   It is time to say goodbye.
-   এখনই সময় তোমার নিজেকে গড়ার।
-   It is time to build yourself.
-   এখনই সময় পরবর্তীতে কি করতে হবে সেটা সিদ্ধান্ত নেয়ার
-   It is time to decide what you want to do next
-   এখনই সময় ভবিষ্যতের জন্য কঠোর পরিশ্রম করার
-   It is time to work hard for future
 
-   It is time to cook
-   It is time to play
-   Itis time to dinner
-   It is time to watch movies
 

52. Could have এর ব্যবহার। Uses of “Could have” in English.
বাংলা বাক্যে করতে পারতে, যেতে পারতে , দিতে পারতেইত্যাদি শব্দ থাকলে।
Structure:  sub+ Could have + Verb(Past participle)+ext.
 
-   তুমি তাকে জিজ্ঞেস করতে পারতে
-   You could have asked him.
-   সেখানে যেকোন কিছু ঘটতে পারতো
-   There could have happened anything.
-   আপনি গাড়িটি কিনতে পারতেন
-   You could have bought the car
 
-   I could have helped you
-   I could have watched the movie
-   I could have learned a poem
-   I could have played football
 

53. Enough is enough এর বাংলা অর্থ ব্যবহার। / Uses of “Enough is enough” in English.
Enough is enough phrase - টি তখনই ব্যবহৃত হয় যখন মনে করা হয় কোনো কিছু আর চলমান থাকা উচিত নয় বা কোনো কিছু থামানো উচিত (This situation needs to stop) বোঝাতে উক্ত Phrase - টি বসে।
 
-      Now we are saying that enough is enough.
-      এখন আমরা বলছি যে যথেষ্ট হয়েছে ( অর্থাৎ, যথেষ্ট হয়েছে এখন বন্ধ করতে হবে)
-      Now again people are beginning to say that enough is enough.
-   এখন আবার মানুষ বলতে শুরু করেছে যে যথেষ্ট হয়েছে। (অর্থাৎ,যথেষ্ট হয়েছে আর না)
-      Enough is enough okay?
-      যথেষ্ট হয়েছে থামবে?
-      Look enough is enough.
-      দেখুন যথেষ্ট হয়েছে।
-      Stop asking questions! You should know when enough is enough.
-      প্রশ্ন করা বন্ধ করুন! আপনার জানা উচিত কখন বন্ধ করা উচিত।
-      Tell the 'best friend' enough is enough.
-      যথেষ্ট হয়েছে, আপনার প্রিয় বন্ধুকে এখন থামতে বলুন।
-      All are starting to agree that enough is enough.
-      সবাই একমত হতে শুরু করেছে যে যথেষ্ট হয়েছে।
-      We want to tell Aung San Suu Kyi enough is enough….
-      আমরা অং সান সু চিকে বলতে চাই যে যথেষ্ট হয়েছে...
-      It is difficult to know how to intervene and say that enough is enough.
-      কিভাবে হস্তক্ষেপ করতে হয় এবং বলতে হয় যে যথেষ্ট হয়েছে।
-      I have to say firmly that enough is enough.
-      আমাকে দৃঢ়ভাবে বলতে হবে যে যথেষ্ট যথেষ্ট।
 

54. বাক্যের শুরুতে That এর ব্যবহার / Uses of “that” at the beginning of the English sentences.
বাংলা বাক্যের শুরুতে (তুমি যে / আমি যে / সে যে / তারা যে........) থাকলে That ব্যবহার করতে হয়।
StructureThat + sub + be verb + adj. + other word

-      সে যে ধনী - That he is rich.
-      আমি যে এখনো কালো - That I am black yet.
-      তারা যে চালাক - That they are clever.
-      তুমি যে একজন সৎ মানুষ -That you are an honest man.
-      তুমি যে খুব সুন্দরী - That you are very beautiful.
 
-      That they are a fool
-      That he is honest
-      That I am not a rich
-      That you are a businessman
-      That he is a novel man
 

55. Either....or এর ব্যবহার। / Uses of ‘Either…..or” in English.
বাংলা বাক্যেহয়......না হয়শব্দের উল্লেখ থাকে।
 
-      Either you serve or do business
-      হয় তুমি চাকুরি কর, না হয় ব্যবসা কর।
-      Either Rahim or Karim will go to Dhaka
-      হয় রহিম, না হয় করিম ঢাকা যাবে।
-      Either you read or write
-      হয় তুমি পড়, না হয় লিখ।
-      Either you eat or go
-      হয় তুমি খাও, না হয় যাও।
-      Either you speak or sleep
-      হয় তুমি কথা বল, না হয় ঘুমাও।
-      Either you see or show 
-      হয় তুমি দেখ, না হয় দেখাও।
-      Either you learn or teach
-      হয় তুমি শিখ, না হয় শিখাও।
-      Either you feed or eat
-      হয় তুমি খাওয়াও, না হয় খাও।
-      Either you sing or listen to a song
-      হয় তুমি গান গাও, না হয় গান শোন।
-      Either you give money or take
-      হয় তুমি টাকা দা, না হয় নাও
-      Either you rise up or raise up
-      হয় তুমি উঠ, না হয় উঠাও।
-      Either I drive to the airport or I get a taxi. 
-      হয় আমি ড্রাইভ করে এয়ারপোর্টে যাববা না হয় ট্যাক্সিতে।
 

56. Still এর ব্যবহার। / Uses of ‘‘Still’’ in English.
Still – এখনওপর্যন্ত হ্যাঁ-বোধক বাক্য কোন কাজ এখনো চলছে বুঝালে Still ব্যবহৃত হয়।

-      Do you still love me?
-      তুমি কি এখনো আমাকে ভালোবাস।
-      Do you still live at Lalbag?
-      তুমি কি এখনও লালবাগে থাক?
-      My father is still alive.
-      আমার বাবা এখনো বেচে আছে।
-      Do you still interested to him?
-      তুমি কি এখনো তার প্রতি আগ্রহী?
-      Do you still hate me?
-      তুমি কি এখনো আমাকে ঘৃণা কর?
-      I’m still waiting for you
-      আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি।
-      He is 40 years old, and he is still unmarried.
-      তার বয়স ৪০, এখনো সে অবিবাহিত
 

57. Yet এর ব্যবহার। / Uses of ‘Yet’ in English.
Yet – এখনওপর্যন্ত না-বোধক বাক্য কোন কাজ এখনও শুরু হয়নি বুঝালে Yet ব্যবহৃত হয়।
 
-      I haven’t eaten yet
-      আমি এখনো খাইনি।
-      Why didn’t you go yet?
-      তুমি এখনও যাওনি কেন?
-      Haven’t you slept yet?
-      তুমি এখনো ঘুমাওনি?
-      I haven’t finished it yet
-      আমি এখনো এটা সম্পন্ন করিনি।
-      I haven’t reached the office yet
-      আমি এখনো অফিসে পৌছাইনি।
-      He didn’t buy a phone yet
-      সে এখনো একটা ফোন কিনে নাই
-      Rahim couldn’t finish the work yet
-      রাহিম এখনো কাজটা শেষ করতে পারে নাই
 
 
58. Already এর ব্যবহার। / Uses of ‘Already’ in English.
Already- এর মধ্যে / কাজইতিমধ্যেশেষ হয়েছে বুঝাতে ব্যবহৃত হয়।

-      আমি ইতিমধ্যে কাজটা শেষ করেছি।
-      I have already done the work
-      আমি ইতিমধ্যে বইটি পড়েছি।
-      I have already read the book.
-      তুমি কি এর মধ্যে দুপুরের খাবার সেরে ফেলেছ?
-      Did you already have your launch?
-      তাড়াতাড়ি কর, আমরা দেরি করে ফেলেছি।
-      Be quick, we are already late.
-      চলো যাই, তারা হয়তো ইতিমধ্যে চলে আসতে পারে।
-      Let’s go, they might come already.
 
 
59. It is I, you, he who এর ব্যবহার। / Uses of ‘It is I, you, he who’ in English.
বাংলা বাক্যেসহযোগে বাক্য, যেমনঃ আমিই, তুমিই, সেই ইত্যাদি শব্দের উল্লেখ থাকে।
Structure: It is + subject (যেমন- I/you/he/she) + who + am, is, are + Ext.
 
-      আমিই তোমার প্রকৃত বন্ধু ।
-      It is I who am your real friend.
-      তুমিই সে যাকে আমি খুঁজছিলাম ।
-      It is you whom I was looking for.
-      আমিই তাকে এমনটা বলেছিলাম ।
-      It is I who told him so.
-      আল্লাহ্ই সবকিছু সৃষ্টি করেছেন।
-      It is Allah who has created everything.
-      তুমিই আমার মোবাইল চুরি করেছ ।
-      It is you who have stolen my mobile.
-      টুম্পাই আমাকে যেতে বলেছিল ।
-      It is Tumpa who told me to go
-      এই মাঠেই আমি খেলতাম।
-      It is this playground where I used to play.
-      এই মেয়েটিকেই আমার মনে ধরেছে।
-      It is the girl who has got fancy for me.
-      একদিন তুমিই কষ্ট ভোগ করবে ।
-      It is you who will suffer one day
-      এই রেষ্টুরেন্টেই আমরা ডিনার করেছিলাম।
-      It is the restaurant where we came for dinner.
-      এটিই সেই মোবাইল যেটা আমি ভেঙ্গে ফেলেছিলাম।
-      It is the mobile which I had broken
-      রিফাতই ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র।
-      It is Rifat who is the talented student in the class.
-      এই হচ্ছে তাবাচ্ছুম যার কথা তোমাকে বলেছিলাম।
-      It is Tabassum who I told about her.
-      এটাই তোমার মেবাইল ফোন যেটি মেরামত করা হয়েছে।
-      It is your mobile phone which is repaired.
-      তুমিই আমার মন ভেঙ্গেছো।
-      It is you who have broken my heart
-      তুমিই আমাদের ইংরেজি ভীতি দূর করেছো।
-      It is you who has broken our scary in English.
 

60. I have decided to এর ব্যবহার। / Uses of ‘I have decided to’ in English.
I have decided to - কোন কিছুর সিদ্ধান্ত নিয়েছি
Structure: sub+ have/has+ decided to + verb + ext.

-      I have decided to learn English 
-      আমি ইংরেজী শেখার সিদ্ধান্ত নিয়েছি
-      I have decided to go to America
-      আমি আমেরিকা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি
-      I have decided to change myself
-      আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি।
-      I have decided to mend my behaviour
-      আমি আমার আচরণ সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি।
-      I have decided to join my local gym
-      আমি আমার স্থানীয় জিমে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি।
-      I have decided to do something for them
-      আমি তাদের জন্য কিছু করার সিদ্ধান্ত নিয়েছি।
-      I have decided to do it again
-      আমি আবার এটি করার সিদ্ধান্ত নিয়েছি।
-      I have decided to arrange the meeting
-      আমি মিটিংটা আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি
-      I have decided to leave this job
-      আমি এই চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি
-      I have decided to learn something new
-      আমি নতুন কিছু শেখারসিদ্ধান্ত নিয়েছি
-      I have decided to help you to solve the problem
-      আমি সমস্যাটি সমাধানের জন্য আপনাকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি।
 

Comments

All Post :

Show more

Popular Post: (Spoken, All Grammar Rules, Official E-mail, Letter, Essay, Fire Safety, Translation)

Titanic মুভির কথোপকোথন / Conversation of Titanic Movie / Titanic Movie Subtitle in English to Bangla.

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (01)

Present Indefinite Tense কি বা কাকে বলে? গঠন বা Structure ও চেনার উপায় কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।

Spoken and Written English Sentences Rules - (04)

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (12)

300+ Spoken & Written English Rules (02)

100+ Examples of Present Perfect Continuous Tense / Present Perfect Continuous Tense 100+ Examples / Examples of Present Perfect Continuous Tense /Zero to hero in Present Perfect Continuous Tense /

0২). ইংরেজীতে কিভাবে কথা বলা ও লেখা শেখা যায়? / কিভাবে Writing English এ উন্নতি করা যায়? / How can I improve in spoken and writing English?

The Notebook মুভির কথোপকোথন / Conversation of The Notebook Movie / The Notebook Movie Subtitle in English to Bangla.

কিভাবে সহজে ইংরেজী বাক্য অনুবাদ করা যায়? / ইংরেজি বাক্য অনুবাদ করার সহজ নিয়ম। / সূত্র বা ফর্মুলা দিয়ে ইংরেজি বাক্য তৈরি।

Popular Posts (Last 30 days) :

Sound, Letter & Alphabet (ধ্বনি, বর্ণ, বর্ণমালা)।

Next to দিয়ে বাক্য গঠন।

Day সম্পর্কিত ভোকাবুলারি (Vocabulary) দিয়ে বাক্য তৈরি।

Present Indefinite Tense কি বা কাকে বলে? গঠন বা Structure ও চেনার উপায় কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।

300+ Spoken & Written English Rules (02)

Titanic মুভির কথোপকোথন / Conversation of Titanic Movie / Titanic Movie Subtitle in English to Bangla.

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (01)

ঘরে বসে ইংরেজি শেখার ফুল কোর্স (Part-01).........ঘরে বসে Spoken English Course (Part-01)........Ghore Boshe Spoken English (Part-01)........ A Practice Spoken English Book (Part-01)......... A Book for Proper Way to Learn Spoken English (Book-01)

100 Common Verbs in English / Most Common Verbs in English / ইংরেজিতে যে Verbs গুলো অনেক বেশি ব্যবহৃত হয়।