SEQUENCE OF TENSES:
Sequence of Tense জানাটা খুবই জরুরী। সিকোয়েন্স অব টেন্স জানা থাকলে একটি বাক্যে বা Sentence এ কোন Tense এর পরে কোন টেন্স ব্যবহার করতে হয়, তা ব্যবহার করা সহজ হয়। নিচে ১০৩ থেকে ১১২ পর্যন্ত সবগুলোতেই Sequence of Tense ব্যবহার করা হয়েছে।
§ সে বলে যে সে সেখানে যায় - He says that he goes
there. (এখানে He says হলো Principle clause, এবং that he goes there হলো Subordinate clause).
§ সে বলে যে সে সেখানে গিয়েছিল- He says that he went there.
§ সে বলে যে সে সেখানে যাবে- He says that he will go there.
§ সে বলে যে সে ইংরেজি চর্চা করে - He says that he practices
English.
§ সে বলে যে সে ইংরেজি চর্চা করছে - He says that he is practicing English.
§ সে বলে যে সে ইংরেজি চর্চা করেছে- He says that he has practiced
English. § সে বলে যে সে দুই মাস ধরে ইংরেজি চর্চা
করছে- He says that
he has
been practicing English for two months.
§ সে বলে যে সে ইংরেজি চর্চা করেছিল- He says that he practiced English.
§ সে বলে যে সে ইংরেজি চর্চা করছিল- He says that he was practicing
English.
§ সে বলে যে সে ইংরেজি চর্চা করিয়াছিল- He says that he had
practiced English.
§ সে বলে যে সে দুই মাস ধরে ইংরেজি চর্চা
করতেছিল - He says that
he hadbeen practicing English for two months.
§ সে বলে যে সে ইংরেজি চর্চা করবে - He says that he will practice English.
§ সে বলে যে সে ইংরেজি চর্চা করতে থাকবে- He says that he will be practicing
English.
§ সে বলে যে সে দুই মাস ধরে ইংরেজি চর্চা
করতে থাকবে- He says that
he will
have been practicing English for two months.
§ কিছুদিন পর, সে বলবে যে সে ইংরেজি চর্চা করে - After some days, he will
say that he practices English.
§ কিছুদিন পর, সে বলবে যে সে ইংরেজি চর্চা করছে - After some days, he will
say that he is practicing English. § কিছুদিন পর, সে বলবে যে সে ইংরেজি চর্চা করেছে - After some days, he will
say that he has practiced English.
§ কিছুদিন পর, সে বলবে যে সে দুই মাস ধরে ইংরেজি চর্চা করছে - After some days, he will
say that he has been practicing English for two months.
§ আমি মনে করি যে লোকটা পাগল - I think that the man
is mad.
§ আমি জানি যে তুমি এই কাজটা করেছিলে- I know
that you did the work.
§ সে মনে করবে যে আমরা তাকে সাহায্য করিনি- He will
think that we didn’t help him.
§ আমি জানি তুমি সেই সময় যা চিন্তা করছিলে - I know what you were thinking at that moment. § আমি জানি তুমি এই মূহুর্তে যা চিন্তা করছো
- I know what
you are
thinking at this
moment.
§ তুমি কি জানো কেন সে এখানে এসেছিল- Do you know why he came here?
§ তুমি আমাদের সাথে যাও কি না যাও তাতে আমাদের
এসে যায় না- It doesn’t
matter whether you go with us or not.
§ আমি জানি কেন তুমি সেখানে যাও - I know why you go there.
§ কেন তুমি সেখানে গিয়েছিলে - Why you went
there?
§ কেন তুমি সেখানে যাচ্ছিলে - Why you were going
there?
§ কেন তুমি সেখানে যেতে থাকবে?- Why you will be
going there?
§ তিনি বলেছিলেন যে তিনি আসবেন- He said that he would come.
§ তিনি বলেছিলেন যে তিনি এসেছিলেন- He said that he had come.
§ আমরা লক্ষ্য করেছিলাম যে তারা চেষ্টা করছিল/করতেছিল -We noticed
that they were trying.
§ আমি সেখানে গিয়েছিলাম কারণ সে আমাকে যেতে
বলেছিল- I went there
as he had told me to go.
§ বাবা আমাকে বললেন, “তুমি কি এখন পড়ছো?” -Father said to
me, “Are you reading now?”
§ বাবা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি তখন
পড়ছিলাম কি না- Father asked
me if / whether I was reading then. § সে আমাকে বলেছিল, “আমি তোমার জন্য অপেক্ষা করছি -He said to me,
“I am waiting for you.”
§ সে আমাকে বলেছিল যে সে আমার জন্য অপেক্ষা
করছিল/ করতেছিল -He told me
that he was waiting for me.
§ শিক্ষক বলেছিলেন যে পৃথিবী সূর্যের
চারদিকে ঘোরে – The teacher said that
the earth moves round the sun. § তিনি বলেছিলেন যে দুইয়ে দুইয়ে চার হয় – He said that two and two
is four./Or, He said that two and two makes
four.
§ তিনি বলেছিলেন যে তিনি প্রতিদিন ইংরেজি
চর্চা করে- He said that
he practices
English every day.
§ বাবা বলেছিলেন যে দুধ সাদা – Father said that milk is white.
§ বাবা আমাকে বলেছিল যে সততা সর্বোত্তম
পন্থা- Father told me
that honesty is the
best policy.
§ বাবা আসার পূর্বে মা ভাত রান্না করে থাকবে- Mother will have cooked rice before father comes. § ক্লাসটি শুরু হওয়ার পূর্বে আমরা বাড়ির কাজ
শেষ করে থাকবো- We will have
finished our homework before the class starts.
§ সে না আসা পর্যন্ত আমি এখানে অপেক্ষা করবো- I will wait here until he comes.
§ যখন তিনি এখানে আসবেন তখন তিনি আমাদেরকে একটি
গল্প বলবেন - When he comes here, he will tell us a story./ Or,
He will tell us a story when he comes
here.
§ তারা ইংরেজি চর্চা করছে যাতে তারা ইংরেজি
শিখতে পারে- They are practicing
English so that / in order that they can/may learn English. § তারা ইংরেজি চর্চা করছিল যাতে তারা ইংরেজি
শিখতে পারতো- They were practicing
English so that/in order that they could/might learn English.
§ সে কঠোর পরিশ্রম করেছিল যাতে সে জীবনে সফল
হতে পারতো - He worked hard so that/in order that he could/might succeed in life. § তিনি লন্ডনে যাবেন যাতে তিনি একটা ভালো
চাকরি পেতে পারেন- He will go
to London so that/in order that he can/may get a good job.
§ সে যতটুকু জানে তার চেয়ে বেশি কথা বলে- He talks more than he knows.
§ সে যতটুকু জানে তার চেয়ে বেশি কথা বলতো- He talked more than he knows.
§ সে যতটুকু জানে তার চেয়ে বেশি কথা বলবে- He will talk more than he knows.
§ সে যতটুকু জানবে তার চেয়ে বেশি কথা বলতে
পারে- He can talk more
than he will know.
§ সে যতটুকু জেনেছে তার চেয়ে বেশি কথা বলছে- He is talking more
than he has known. § সে যতটুকু জেনেছিল তার চেয়ে বেশি কথা
বলেছে- He has talked
more than he knew.
§ তাকে এমন দেখাচ্ছে যেন সে পাগল - He looks as
if he were mad. (পাগল না, বা জানা নাই পাগল কিনা) - He looks as if he is mad. (আসলেই পাগল)।
§ তুমি এমনভাবে কথা বলছো যেন তুমি উত্তরটা
জানো - You are talking as if you knew the answer. (জানে না, বা জানা নাই জানে কিনা) - You are talking as
if you know the answer. (উত্তরটা আসলেই জানে)।
§ সে দেখেশুনে হাঁটছে যাতে সে পড়ে না যায়- He is walking lest he falldown. (Not-falls down)
§ আমি লোকটাকে চিনি যে গতকাল এখানে এসেছিল- I know the man who came here yesterday. § আমি লোকটাকে চিনি যে আগামীকাল এখানে আসবে- I know the man
who will come here tomorrow. § আমি লোকটাকে চিনি যে প্রতিদিন এখানে আসে- I know the man who comes here every day.
§ যদি সে সত্যটা জানতো! - If only he knew the truth! (সে সত্যটা জানে না, কিন্তু তার ইচ্ছা হয় যদি সে অতীতে
জানতো)।
ð ভবিষ্যৎ
ইচ্ছা প্রকাশ করতেঃ If only + Subject + would + Verb
§ যদি সে এই মোবাইল ফোনটা কিনতো! - If only he
would buy this mobile phone!
ð অতীতে
কোনকিছু ঘটেছে সেটা change করার ইচ্ছা প্রকাশ করতেঃ If only + Past
Perfect
§ তুমি যদি তোমার বাবার কথা শুনতে! – If only you had listened to
your father! (তুমি তোমার বাবার কথা শুনো নাই, কিন্তু সেই ইচ্ছাটাই করা হচ্ছে যদি শুনতে)।
§ আমি তোমাকে বিশ্বাস করি না কারণ তুমি
মিথ্যা কথা বলো -I don’t believe you because you tell a lie. § আমি তোমাকে বিশ্বাস করি না কারণ তুমি
মিথ্যা কথা বলেছিলে -I don’t believe you because
you told a lie. § আমি তোমাকে বিশ্বাস করি না কারণ তুমি
মিথ্যা কথা বলবে -I don’t believe you because
you will tell a lie.
পরবর্তী পৃষ্ঠায় যেতে ক্লিক করুনঃ
Get + Adjective এর ব্যবহার। / Uses of “Get + Adjective” in English.
Comments
Post a Comment