Recent Post: (Spoken & Written English, Job English, Proverbs, Idioms, Phrasal Verbs, লিডারশীপ)

Log Book Format for Tools Controlling

 01.  Title: Log Book for Tools Controlling SI. No. Date Item Name Receiving Quantity Received By Hand over by Return Date Hand over By Received By Remarks                                                                                                                                    

১০০ স্পোকেন ইংলিশ কমন এক্সপ্রেশান (০২)



151. As far as I’m concerned - আমার মতে।/ Make some sentences using "As far as I'm concerned" in English.

As far as I’m concerned, it was a fantastic match

- আমার মতে, ম্যাচটি চমৎকার ছিল


As far as I’m concerned, she is very meritorious

- আমার মতে, সে অত্যন্ত মেধাবী।

  • As far as I'm concerned you can do what you like.
  • As far as I'm concerned, feng shui is a load of rubbish.
  • As far as I'm concerned, you can forget about it.
  • It's a good deal, as far as I'm concerned.
  • As far as I'm concerned, everyone should be given an equal opportunity.
  • As far as I'm concerned that money keeps moving forward.
  • As far as I'm concerned this is a good idea.



152. According to one’s version - বর্ণনা মোতাবেক/মতে/অনুঝায়ী/আনুসারে।/ Make some sentences using "According to one’s version" in English.

According to his version, Muntasir is guilty

- তার বর্ণনা মোতাবেক মুনতাসির হচ্ছে দোষী


According to Fatema’s version, Akbar is rich

- ফাতেমার বর্ণনা মোতাবেক আকবর ধনী।


According to your father, you are not serious with your studies.

- তোমার বাবার মতে, তুমি তোমার পড়ালেখা নিয়ে সিরিয়াস নও।

  • She always did everything according to the rules.
  • I cooked the rice according to the directions on the box.
  • He was paid according to how quickly he worked.
  • According to the rules, we get to know everything.
  • According to my mother, I should be married by now.
  • Answer a fool according to his folly.
  • Cut the coat according to the cloth.
  • Judge not according to the appearance.
  • Cut your coat according to your cloth.


153. As people/things go - গড়পত্তা ব্যক্তি বা বস্তুর বিবেচনায়।/ Make some sentences using "As people/things go" in English.


Abul is a well-educated man as men go nowadays

- আজকালকার লোকদের বিবেচনায় আবুল একজন শিক্ষিত লোক।



154. Anywhere near / nowhere near - ধারে কাছেও যায়নি।/ Make some sentences using "Anywhere near / nowhere near" in English.

It’s anywhere near a movie - এটি সিনেমার ধারে কাছেও না / যায়নি।

It’s nowhere near a song - এটি গানের ধারে কাছেও না / যাইনি।



155. Be + being + Adjective - আচরণ করা।/ Make some sentences using "Be + being + Adjective" in English.

He is being scholar - সে পণ্ডিত পণ্ডিত ভাব দেখাচ্ছে।


Why are you being selfish? I took you for a generous man

- তুমি স্বার্থপরের মত আচরণ করছে কেন? আমি তোমাকে উদার মনের মানুষ মনে করেছিলাম।

 


156. Be + on the safe side - কোন ঝুকি না নেয়া।/ Make some sentences using "Be + on the safe side" in English.

Let’s be on the safe side and take some more extra money with us

-চল ঝুকি না নিয়ে আমরা আরো কিছু অতিরিক্ত টাকা আমাদের সাথে নিই।


Let’s be on the safe side and walk slowly and carefully instead of running on the busy road

- চল ঝুকি না নিয়ে আমরা এই ব্যস্তময় রোডে না দৌড়ে আস্তে আস্তে এবং সর্তকতার সাথে হাঁটি।



157. Be + followed by - এরপরে ছিল, থাকবে ইত্যাদি অর্থে।/ Make some sentences using "Be + followed by" in English.

The prize giving ceremony will be followed by a cultural program

- পুরস্কার বিতরনীর পর একটা সাংস্কৃতিক অনুষ্টান থাকবে।


The meeting was followed by a light snack

- আলোচনার পর হালকা নাস্তার আয়োজন ছিল।


The meeting will be followed by a procession

- সভার পরে একটা মিছিল হবে


The inaugural program will be followed by a feast

- উদ্বোধনী অনুষ্ঠানের পরে ভোজের আয়োজন করা হবে।

 


158. Be + anything but - অবশ্যই নয়।/ Make some sentences using "Be + anything but" in English.

You’re anything but a liar - তুমি অবশ্যই মিথ্যাবাদী নও।

He’s anything but a mad - সে অবশ্যই পাগল নয়।

Rahim is anything but a dishonest - করিম অবশ্যই অসৎ নয়।

 


159. Be + left with …….অবশিষ্ট বা অসমাপ্ত আছে।/ Make some sentences using "Be + left with" in English.

Flood-affected people are left with a few household goods only everything has been washed away.

- বন্যায় আক্রান্ত লোকদের কিছু গৃহ সামগ্রী ছাড়া সব কিছু ধুয়ে মুছে গেছে।



160. Come what may - যাই ঘটুকনা কেন। ( Make some sentences using "come what may" in English.

Come what may, we'll always stand by your side.

যাই হোক না কেন, আমরা সবসময় আপনার পাশে থাকব।


Come what may, I shall not change my mind.

যাই হোক না কেন, আমি আমার মন পরিবর্তন করব না।


Come what may, we will always be your faithful comrades.

যাই হোক না কেন, আমরা সবসময় আপনার বিশ্বস্ত কমরেড থাকব।


Come what may, we will go ahead with our plan.

যাই হোক না কেন, আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাব।


Come what may, I'll brace myself and face the music. I'd rather die than implicate others!

যাই হোক না কেন, আমি নিজেকে বন্ধন করব এবং সঙ্গীতের মুখোমুখি হব। আমি বরং অন্যকে জড়ানোর চেয়ে মরতে চাই!


I knew he'd be able to take care of himself, come what may.

আমি জানতাম যে সে নিজের যত্ন নিতে সক্ষম হবে, যাই হোক না কেন।


I have decided to go to London to complete my higher education come what may.

আমি সিদ্ধান্ত নিয়েছি যে যাই হোক না কেন আমার উচ্চ শিক্ষা শেষ করতে লন্ডনে যাব।


She has promised her mother that she will pass the exam come what may this year.

সে তার মাকে প্রতিশ্রুতি দিয়েছে যে সে এই বছর পরীক্ষায় পাস করবে।


It is good to know that, come what may, our job is safe.

এটা জেনে ভালো লাগলো যে, যাই হোক না কেন, আমাদের কাজ নিরাপদ।


I shall be there tonight come what may.

যা হয় হোক, আমি আজ রাতে সেখানে থাকব

 

Come what may, he will not change his mind

যা হয় হোক, সে তার মন পরিবর্তন করবে না।


I decided that come what may, the three of us could handle it.

আমি সিদ্ধান্ত নিয়েছি যে যাই হোক না কেন, আমরা তিনজনই এটি পরিচালনা করতে পারি।

 

This time, come what may, I was not about to let them interfere.

এই সময়, যাই হোক না কেন, আমি তাদের হস্তক্ষেপ করতে দেব না।

 

Come what may, I'll never leave you.

যা হয় হোক, আমি তোমাকে ছেড়ে যাব না।

 

Come what may, we must finish this work today.

যাই হোক না কেন, আমাদের এই কাজটি আজই শেষ করতে হবে।


Love will grow; come what may, we'll never part.

ভালবাসা বৃদ্ধি পাবে; যাই হোক না কেন, আমরা কখনই আলাদা হব না।

 

He promised to support her come what may.

তিনি তাকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যা হয় হোক


Come what may, I will try it.

যা হয় হোক, আমি চেষ্টা করব।


I'll be there come what may.

যা হয় হোকআমি সেখানে থাকব।


Come what may, I’ll be there in sharp time

যাই ঘটুকনা কেনআমি যথা সময়ে সেখানে থাকবো / উপস্থিত হবো।


Come what may, I won’t go abroad

যাই ঘটুকনা কেনআমি বিদেশ যাব না।


👈 Previous Post:          Next Post:👉


Learn English

Comments

All Post :

Show more

Popular Post: (Spoken, All Grammar Rules, Official E-mail, Letter, Essay, Fire Safety, Translation)

Titanic মুভির কথোপকোথন / Conversation of Titanic Movie / Titanic Movie Subtitle in English to Bangla.

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (01)

Present Indefinite Tense কি বা কাকে বলে? গঠন বা Structure ও চেনার উপায় কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।

Spoken and Written English Sentences Rules - (04)

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (12)

100+ Examples of Present Perfect Continuous Tense / Present Perfect Continuous Tense 100+ Examples / Examples of Present Perfect Continuous Tense /Zero to hero in Present Perfect Continuous Tense /

0২). ইংরেজীতে কিভাবে কথা বলা ও লেখা শেখা যায়? / কিভাবে Writing English এ উন্নতি করা যায়? / How can I improve in spoken and writing English?

300+ Spoken & Written English Rules (02)

The Notebook মুভির কথোপকোথন / Conversation of The Notebook Movie / The Notebook Movie Subtitle in English to Bangla.

কিভাবে সহজে ইংরেজী বাক্য অনুবাদ করা যায়? / ইংরেজি বাক্য অনুবাদ করার সহজ নিয়ম। / সূত্র বা ফর্মুলা দিয়ে ইংরেজি বাক্য তৈরি।

Popular Posts (Last 30 days) :

Titanic মুভির কথোপকোথন / Conversation of Titanic Movie / Titanic Movie Subtitle in English to Bangla.

300+ Spoken & Written English Rules (02)

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules - (01)

The Notebook মুভির কথোপকোথন / Conversation of The Notebook Movie / The Notebook Movie Subtitle in English to Bangla.

Spoken English এ কথা বলার জন্য প্রতিদিন ব্যবহৃত ১৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

ঘরে বসে ইংরেজি শেখার ফুল কোর্স (Part-01).........ঘরে বসে Spoken English Course (Part-01)........Ghore Boshe Spoken English (Part-01)........ A Practice Spoken English Book (Part-01)......... A Book for Proper Way to Learn Spoken English (Book-01)

Present Indefinite Tense কি বা কাকে বলে? গঠন বা Structure ও চেনার উপায় কি কি? উদাহরণ সহ বিস্তারিত আলোচনা।

What sort of দিয়ে বাক্য গঠন। / What kind of দিয়ে বাক্য গঠন। / What sort of = কি ধরনের। / What kind of = কি ধরনের।

300+ Spoken & Written English Rules / 300+ Rules দিয়ে ইংরেজিতে জিরো থেকে হিরো হওয়া যায় যেভাবে / Spoken and Written English Sentences Rules -(08)

Spoken & Written English Rules